| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে কাবুলে হাজির আমেরিকার দূত


দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে কাবুলে হাজির আমেরিকার দূত


শেখ আশরাফুল ইসলাম     23 October, 2025     12:19 PM    


দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুলে হাজির হয়েছেন আফগান বিষয়ক সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়, সফরকালে খলিলজাদ আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাক্কির সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তান ও আমেরিকার মধ্যে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকটি ছিল বন্ধুত্বপূর্ণ ও অনানুষ্ঠানিক পরিবেশে। সেখানে সহযোগিতার সুযোগ, কূটনৈতিক যোগাযোগ জোরদার করা এবং বিদ্যমান সমস্যাগুলোর যৌথ সমাধান খোঁজার বিষয়ে আলাপ হয়।

অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে আমেরিকা আফগানিস্তানে ফিরে গিয়ে বাগরাম ঘাঁটি দখল করতে চায়। তবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সরকার স্পষ্টভাবে ট্রাম্পের এই চাওয়াকে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, শুধু আমেরিকা নয়, বিদেশি কোনো শক্তির উপস্থিতিই মেনে নেবে না।

সূত্র : আফগান ভয়েস এজেন্সি, হুররিয়াত রেডিও